মার্চে মিলবে সনির স্মার্টচশমা
ঢাকাটাইমস ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০১৪ ০০:১৬:১৫

ঢাকা: গুগল গ্লাসের প্রতিদ্বন্দ্বী স্মার্টচশমা তৈরি করেছে জাপানভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনি। চলতি বছরের কনজিউমার ইলেকট্রনিক শোয় ডিভাইসটি প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। আগামী মার্চের শেষ নাগাদ ডিভাইসটি বিক্রির জন্য বাজারে ছাড়া হবে বলে সাম্প্রতিক এক বিবৃতিতে জানায় প্রতিষ্ঠানটি। খবর ভার্জ।
দিন দিন পরিধেয় প্রযুক্তি পণ্যের চাহিদা বাড়ছে। এ কারণে প্রযুক্তি কোম্পানিগুলোও সংশ্লিষ্ট খাতে তাদের মনোযোগ বাড়াচ্ছে। গুগল অনেক আগেই তাদের স্মার্টচশমা গুগল গ্লাস বাজারে আনে। বাজার বিশ্লেষকদের মতে, আরো অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে এ বিষয়ে গবেষণা শুরু করেছে।
স্মার্টচশমাগুলো নিয়ে গবেষণা করা নতুন কোম্পানির মধ্যে এগিয়ে রয়েছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান সনি। প্রতিষ্ঠানটি এরই মধ্যে গবেষণার কাজ প্রায় শেষ করেছে। সনির স্মার্টআইগ্লাস নামের এ ডিভাইস আগামী মার্চের শেষ নাগাদ বিক্রির জন্য বাজারে ছাড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
লাইট সেন্সর, ৩ মেগাপিক্সেলের ক্যামেরা, ইলেকট্রনিক কম্পাসসহ আরো অনেক সেবাই রয়েছে সনির নতুন ডিভাইসটিতে। বিবৃতিতে সনি জানায়, গুগল গ্লাসের প্রায় প্রতিটি সেবাই তাদের স্মার্টচশমায় রাখা হয়েছে। স্মার্টচশমাটিতে এমনও অনেক সেবা রয়েছে, যেগুলো গুগল গ্লাসের চেয়েও উন্নত।
স্মার্টচশমাটির সফটওয়্যারের উন্নয়নের বিষয়ে এরই মধ্যে অনেক দূর এগিয়েছে প্রতিষ্ঠানটি। তবে চশমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিশ্বব্যাপী পরিধেয় প্রযুক্তি পণ্যের চাহিদা যে হারে বাড়ছে তাতে আগামী বছরগুলোয় মোবাইল ডিভাইসের পাশাপাশি প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য এ পরিধেয় ডিভাইসগুলোও আয় বৃদ্ধির মাধ্যমে পরিণত হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তবে এ খাতে যে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে, তা বলাই বাহুল্য। এরই মধ্যে সনির পাশাপাশি আরো অনেক প্রতিষ্ঠান এ খাতে গবেষণা শুরু করেছে। তাই সনিরও তাদের স্মার্টচশমায় উন্নত প্রযুক্তি ব্যবহারের কথা মাথায় রাখতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/ ৩০ সেপ্টেম্বর/ এইচএফ/ঘ.)