গ্রামীণ ফোনের গ্রাহক ৫ কোটি হওয়াটা ল্যান্ডমার্ক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ অক্টোবর, ২০১৪ ১৭:৩৮:৫৬

ঢাকা: দেশে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা পাঁচ কোটি অতিক্রম করাকে ‘ল্যান্ডমার্ক’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গ্রামীণ ফোনের ‘৫ কোটি গ্রাহক পূর্তি’ উপলক্ষে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক কেক কাটা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গ্রামীণ ফোনের উপদেষ্টা (করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশন) মো. মিজানুর রহমান, পরিচালক (স্টেক হোল্ডার রিলেশন করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশন) ইশতিয়াক হোসেন চৌধুরী ও চিফ করপোরেট অফিসার মাহমুদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিষয়টিকে ‘হ্যাপি ওপেনিং’ বলে আখ্যায়িত করে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মত দেশে ১১ কোটি মোবাইল ব্যবহারকারীর মধ্যে গ্রামীণ ফোনেরই ৫ কোটি গ্রাহক, এটা একটা ভাল খবর।’
গ্রামীণ ফোনের চিফ করপোরেট অফিসার মাহমুদ হোসেন বলেন, ‘বিশ্বের খুব অল্প সংখ্যক মোবাইল কোম্পানি আছে যাদের ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি। গ্রামীণ ফোন সেই সমৃদ্ধ তালিকায় যুক্ত হয়েছে।’
‘বর্তমানে গ্রামীণ ফোনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দেড় কোটি’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ সংখ্যা ৫ কোটিতে উন্নীত করার চ্যালেঞ্জ নিয়ে এখন আমরা কাজ করছি। এ লক্ষে পৌঁছাতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে।’
(ঢাকাটাইমস/২১অক্টোবর/এমএম)