ঢাকা : মোবাইল ডিভাইসে অফিস সফটওয়্যার বিনা মূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিল মাইক্রোসফট। বিশাল এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি।
সেই পরিবর্তনের ছোঁয়া এবার লাগল মোবাইল ডিভাইসের ক্ষেত্রেও। দীর্ঘদিন ধরেই মোবাইল ডিভাইসে অফিস সফটওয়্যার ব্যবহারের জন্য প্রতীক্ষায় ছিলেন গ্রাহকেরা।
বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবহারকারীদের বিনা মূল্যে অফিস ব্যবহারের সুযোগ করে দিতেই বুঝি এত দিন দেরি করল মাইক্রোসফট! যদিও ২০১৩ সাল থেকেই আইফোন ও অ্যান্ড্রয়েডের জন্য অফিস অ্যাপ আনার মাধ্যমে মাইক্রোসফট কর্তৃপক্ষ তাদের মানসিকতায় পরিবর্তন আনতে শুরু করেছিল।
কিন্তু এ বছরের মার্চ মাসে কেবল আইপ্যাডের জন্য তা উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত অফিস ৩৬৫ সফটওয়্যারটির সাবসক্রিপশন করা বা গ্রাহক হওয়ার জন্য ৯৯ ডলার খরচ করতে হয়।
তবে এখন থেকে সব আইফোন, আইপ্যাড ও অ্যান্ড্রয়েডনির্ভর ডিভাইস ব্যবহারকারীরা তাঁদের ডিভাইসে মাইক্রোসফট অফিস ডকুমেন্ট, স্পেয়ারডশিট ও প্রেজেন্টেশন তৈরি ও সম্পাদনার কাজ করতে পারবেন।
এ জন্য আলাদা করে অফিস ৩৬৫ সফটওয়্যারটির গ্রাহক হওয়ার প্রয়োজন পড়বে না। এক খবরে সিএনএন এ তথ্য জানিয়েছে।
কেন মাইক্রোসফট তাঁদের এই ‘সোনার ডিম পাড়া হাঁস’কে বিনা মূল্যে ব্যবহারের সুযোগ করে দিল? প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফটের অফিস সফটওয়্যারটি তুমুল জনপ্রিয় হলেও এখন মোবাইল ফোনের যুগ।
ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের তুলনায় মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় মাইক্রোসফটকে তাদের মানসিকতা বদলাতে হয়েছে। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সেবা ধীরে ধীরে উন্নত হতে শুরু করায় মাইক্রোসফটের এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া পথ খোলা ছিল না।
এ দিকে অফিস সফটওয়্যারের বিকল্প সফটওয়্যারগুলোও ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করেছে। গুগলের ড্রাইভ প্রোডাকটিভি অ্যাপ এখন বিনা মূল্যেই ব্যবহারের সুযোগ রয়েছে। এ ছাড়া মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী অ্যাপল তাদের আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের আইওয়ার্ক অ্যাপটি বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দিচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, মোবাইলে বিনা মূল্যে অফিস ব্যবহারের সুযোগ দিয়ে মাইক্রোসফট তাদের পিসি ব্যবহারকারীদেরও আকর্ষণ ধরে রাখতে পারবে এমনই বাজি ধরে ফেলল।
বাইলে যাঁরা অফিস ব্যবহার করবেন, তাঁরা মাইক্রোসফটের এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাবেন। কিন্তু মোবাইলে যেহেতু এখনো ডকুমেন্ট সম্পাদনার কাজ কষ্টকর কাজ তাই কম্পিউটারে অফিসের ব্যবহার এত তাড়াতাড়ি শেষ হওয়ার কারণ নেই।
মাইক্রোসফট এখনো অফিস ৩৬৫ সাবসক্রিপশনের জন্য গ্রাহককে প্রলুব্ধ করে যাবে। যাঁরা অর্থ খরচ করে এই অফিস ৩৬৫ সেবা নেবেন, তাঁরা বিনা মূল্যের অফিস সংস্করণটির চেয়ে অনেক বেশি সুবিধা ও উন্নত ফিচার ব্যবহার করতে পারবেন।
অফিস ৩৬৫-এর সঙ্গে ড্রপবক্স সংযুক্তি ও ওয়ানড্রাইভে এক টেরাবাইট তথ্য রাখার সুবিধা পাবেন গ্রাহক। এ ছাড়া মাইক্রোসফট এই সেবার সঙ্গে শিগগিরই সীমাহীন ওয়ানড্রাইভ স্টোরেজ সুবিধা আনছে।
আইফোন ও আইপ্যাডের জন্য অফিস অ্যাপের আপডেট আনার পাশাপাশি আগামী বছরের শুরুতেই অ্যান্ড্রয়েড ট্যাবে অফিস অ্যাপ উন্মুক্তের কথা ভাবছে মাইক্রোসফট। এ ছাড়া উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য নতুন সংস্করণের একটি অফিস সফটওয়্যারের প্রিভিউ নিয়ে কাজ করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
(ঢাকাটাইমস/৭নভেম্বর/এমএটি)