logo ৩০ এপ্রিল ২০২৫
সবার জন্য নয়, কিছু মানুষের জন্য দামি ফোন তৈরি করবে অ্যাপল
ঢাকাটাইমস ডেস্ক
০৩ নভেম্বর, ২০১৪ ১৪:০২:১১
image

ঢাকা: অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ফোনের সঙ্গে পাল্লা দিতে কোনোদিনই সস্তা ফোন তৈরি করবে না অ্যাপল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের কর্মকর্তা গ্রেগ জোসউইয়াক এ কথা জানিয়েছেন।


ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত কোড/মোবাইল সম্মেলনে অ্যাপলের ওই কর্মকর্তা বলেন, কম দামের মোবাইল বাজারে গুগল বা মাইক্রোসফটকে টেক্কা দিতে কম দামের আইফোন কিংবা ম্যাক কম্পিউটার তৈরির কোনো পরিকল্পনা অ্যাপলের নেই। কম দামি স্মার্টফোনের বাজার অ্যান্ড্রয়েডের দখলে যাচ্ছে জেনেও এ ধরনের কোনো পরিকল্পনা অ্যাপল কোনোদিন নেবে না।


অ্যাপলের কর্মকর্তা বলেন, সবার জন্য সাশ্রয়ী ফোন তৈরির পরিবর্তে কিছু মানুষের জন্য দামি ফোন তৈরির কাজ করবে অ্যাপল।


গ্রেগ জোসউইয়াক বলেন, নব্বইয়ের দশকে অ্যাপল কিছু ভুল করেছিল। এছাড়া উন্নত অভিজ্ঞতা দেওয়ার পরিবর্তে কম দামের স্মার্টফোনের বাজার ধরতেও অ্যাপল কিছু কাজ করেছিল। জীবনে একবারই এ ধরনের ভুল করা যায়, একই ভুল অ্যাপল আর দ্বিতীয়বার করবে না।’


অ্যাপলের পরিকল্পনা সম্পর্কে গ্রেগ জোসউইয়াক বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে সেরা অভিজ্ঞতা দিতে সেরা পণ্য তৈরি করা আর আমরা যদি তা করে যেতে পারি, তবে সেটি ভালোভাবেই বাজারে থাকবে। ভালোভাবে বাজারে থাকার অর্থ এই নয় যে, বাজার দখলে আমাদের শীর্ষস্থানে থাকতে হবে।’


গত বছরে আইফোন৫সি ও ৫এস নামে দুটি আইফোন বাজারে এনেছিল অ্যাপল। বাজার বিশ্লেষকেরা ধারণা করছিলেন, সেই ধারাবাহিকতায় আরও সাশ্রয়ী আইফোন বাজারে আনবে অ্যাপল।


এদিকে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্ভর সাশ্রয়ী দামের ফোন তৈরিতে কাজ করে যাচ্ছে গুগল। অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্মের মাধ্যমে লাখ লাখ নতুন ব্যবহারকারীর হাতে স্মার্টফোন পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে গুগল।


(ঢাকাটাইমস/৩নভেম্বর/জেএস)