logo ৩০ এপ্রিল ২০২৫
অ্যাপল ওয়াচ আসছে ভ্যালেন্টাইন ডেতে
ঢাকাটাইমস ডেস্ক
১৭ নভেম্বর, ২০১৪ ০০:৫৮:৫৮
image

ঢাকা: আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ‘অ্যাপল ওয়াচ’ বিক্রির জন্য উন্মুক্ত করবে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। প্রতিষ্ঠানটির প্রথম পরিধেয় পণ্য অ্যাপল ওয়াচের গোল্ড সংস্করণের জন্য আগ্রহী ক্রেতাদের গুনতে হতে পারে ৪-৫ হাজার ডলার। সম্প্রতি ফ্রান্সের প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইটে অ্যাপল ওয়াচের মূল্য নির্ধারণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। খবর এনডিটিভি।


আইজেন ডট এফআর ওয়েবসাইটের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভ্যালেনটাইন ডের কথা মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারি অ্যাপল ওয়াচ উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। অ্যাপলের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আইজেন ডট এফআর জানায়, প্রতিষ্ঠানটির অ্যাপল ওয়াচ নামের স্টেইনলেস স্টিল বডির পরিধেয় প্রযুক্তিপণ্যটির জন্য গ্রাহকদের গুনতে হবে ৫০০ ডলার। এছাড়া অ্যাপল ওয়াচ স্পোর্ট নামের ধাতব বডির ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৯ ডলার। অপরদিকে ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি অ্যাপল ওয়াচ গোল্ড সংস্করণের মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এ পরিধেয় পণ্যটি ক্রয়ের জন্য আগ্রহী ক্রেতাদের গুনতে হতে পারে ৪-৫ হাজার ডলার।


এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সময় পরিধেয় প্রযুক্তি পণ্যের বাজার বেড়েছে উল্লেখযোগ্য হারে। গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে প্রযুক্তি কোম্পানিগুলো এখন সংশ্লিষ্ট খাতে আধিপত্য বিস্তারে প্রতিনিয়ত নতুন নতুন পণ্য আনছে। এরই ধারাবাহিকতায় স্যামসাং, সনি, এলজিসহ মাইক্রোসফটের মতো একাধিক প্রতিষ্ঠান তাদের পরিধেয় পণ্য বাজারে উন্মুক্ত করেছে।


বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজারে নতুন মাত্রা যোগ করবে অ্যাপল ওয়াচ। গত সেপ্টেম্বরে আইফোনের পরবর্তী দুই সংস্করণ আইফোন সিক্স ও সিক্স প্লাসের পাশাপাশি অ্যাপল ওয়াচের মূল নমুনা প্রদর্শন করে অ্যাপল, যা এরই মধ্যে পরিধেয় প্রযুক্তি পণ্যের বাজারে বিপুল আগ্রহ সৃষ্টি করেছে।


(ঢাকাটাইমস/ ১৭ নভেম্বর/ এইচএফ/ঘ.)