logo ৩০ এপ্রিল ২০২৫
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বাংলালিংকের স্কুল ব্যাগ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ডিসেম্বর, ২০১৪ ১৭:০১:৫৩
image


ঢাকা: সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৫০ টি রিসাইকেল্ড স্কুল ব্যাগ বিতরণ করেছে বাংলালিংক।

২৯ নভেম্বর এই রিসাইকেল্ড স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম বলেন, ‘বাংলালিংক সব সময় ইতিবাচক পরিবতর্নের মাধ্যমে নতুন কিছু করার প্রত্যয়ে নিরলস কাজ করে যাচ্ছে। শিশুদের আনন্দ ও উচ্ছ্বাস আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। আমরা বিশ্বাস করি তাদের জন্য আলোকিত ভবিষ্যত অপেক্ষা করছে। এ ধরনের উদ্যোগ আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার চেষ্টা করব। এই উদ্যোগটি নেয়া হয়েছে বিদ্যালয়ের শিশুদের জন্য এবং এই অনন্য উদ্যোগে আমরা গর্বিত।’ 

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শরীফ মজুমদার, জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উল্লাহ, বাংলালিংকের পিআর অ্যান্ড কমিউনিকেশন সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার (মার্কেটিং) খন্দকার আশিক ইকবাল এবং পিআর অ্যান্ড কমিউনিকেশন সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) অঙ্কিত সুরেকা।

২০১৩ সাল থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রিসাইকেল্ড স্কুল ব্যাগ বিতরণ করে আসছে বেসরকারী মোবাইল অপারেট কোম্পানী বাংলালিংক। দেশে এ ধরণের ব্যাগ বিতরণ কর্মসূচি এই প্রথম।

শুধু সুবিধাবঞ্চিতদের ব্যাগ দেয়া নয়, এই কর্মসূচি গুরুত্ব দিয়ে প্লাস্টিকের উপাদানের যথাযথ ব্যবহারে যেগুলো বিলবোর্ডে ব্যবহƒত হয়েছিল, বাংলালিংক সেগুলো পুনরায় ব্যাগ তৈরিতে ব্যবহার করেছে যা হয়তো ময়লা হিসেবে পুঁড়ে ফেলা হতো। সামাজিক ও কর্পোরেট দায়বদ্ধতা থেকে বরাবরই ভিন্ন কিছু করার জন্য চেষ্টা করেছে এই মোবাইল অপারেট কোম্পানিটি।

বাংলালিংক বিশ^াস করে শিশুদের জন্য এই উপহার তাদের প্রয়োজনীয় সঙ্গী হবে এবং উপযুক্ত শিক্ষার মাধ্যমে তাদের স্বপ্ন বিকশিত হতে সহায়তা করবে।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/টিএ/এমএম))