logo ৩০ এপ্রিল ২০২৫
রাশিয়ায় অ্যাপলের অনলাইন বিক্রি বন্ধ
ঢাকাটাইমস ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০১৪ ১৯:৩৮:৪৮
image

ঢাকা : টেক জায়ান্ট অ্যাপল বলছে, রশিয়ার মূদ্রা রুবলের দরপতনের কারণে অনলাইনে দেশটিতে কোনো পণ্য বিক্রি করতে পারবে না কোম্পানিটি। এছাড়া প্রতিদিনই রুবলের দর পতন ঘটছে। এর ফলে রুবলের দরে যে অস্থিতিশীলতা দেখা দিয়েছে তাতে নিজেদের পণ্যের স্থির কোনো মূল্যও নির্ধারণ করতে পারছে না অ্যাপল। অ্যাপল ইতোমধ্যেই রাশিয়ায় এর আই ফোন, আই প্যাড এবং অন্যান্য পণ্যের বিক্রি বন্ধ করে দিয়েছে।


শুধু চলতি সপ্তাহেই বিশ্ব বাজারে রুবলের দর কমেছে ২০ শতাংশ। সম্প্রতি রাশিয়ার ব্যাংক ঋণে সুদের হার ১০.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশে উন্নীত করার নাটকীয় সিদ্ধান্ত সত্ত্বেও রুবলের দরপতন অব্যাহত রয়েছে।


বুধবার রাশিয়ার ইতিহাসে সর্বনিম্ন এক ডলারের বিপরীতে ৭৯ রুবল বিনিময় হতে দেখা গেছে।


গত মাসে অ্যাপল রাশিয়ায় এর পণ্যের দর ২০ শতাংশ বাড়িয়েছে। অথচ রুবলের দরপতনে স্থানীয় বাজারের পণ্যের মূল্য ইউরোপের যে কোনো দেশের চেয়ে কম রয়েছে।


বুধবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, রুবলের দরপতন ঠেকাতে তারা সম্প্রতি মূদ্রা বাজারে হস্তক্ষেপে অন্তত ২ বিলিয়ন ডলার ব্যায় করেছে। আর রুবলের দরপতন ঠেকাতে চলতি বছরে সর্বমোট ৮০ বিলিয়ন ডলার ব্যায় করা হয়। কিন্তু এরপরও চলতি বছরের জানুয়ারি থেকে অব্যাহত দরপতনে ডলারের বিপরীতে রুবল এর অর্ধেক মূল্য হারিয়েছে।


সিরিয়া ইস্যুতে বিরোধের জেরে আসাদ সরকার, ইরান এবং রাশিয়াকে শায়েস্তা করার জন্য সৌদি আরব বিশ্ব বাজারে অতিরিক্ত তেল সরবরাহ করে কারসাজি করে তেলের মূল্য কমিয়ে ফেলায় এবং ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়ার এই দুর্দশা। দুটো ঘটনাই রাশিয়ার অর্থনীতিকে মারাত্মকভাবে দূর্বল করে দিয়েছে। ফলে আগামী বছরের শুরুর দিকেই রাশিয়া ব্যাপক অর্থনৈতিক মন্দায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে।


রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ফার্স্ট ডেপুটি গভর্নর সের্গেই শিভেতসভ উদ্ভূত পরিস্থিতিকে আশঙ্কাজনক আখ্যায়িত করে বিশ্ব বাজারে রাশিয়ার মূদ্রা রুবলের দরপতন ঠেকাতে আরও নতুন নতুন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।


ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি রাশিয়ার সমর্থনের ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, চলতি সপ্তাহে এমন খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপকহারে রুবলের দরপতন ঘটতে থাকে।


(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এমএটি)