মোবাইল স্যাটেলাইটের ডিজি হলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৭ ডিসেম্বর, ২০১৪ ১৩:২৭:৪১

ঢাকা: আন্তর্জাতিক মোবইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালক (ডিজি) হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
রবিবার সচিবালয়ে নৌ-মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
মন্ত্রী বলেন, সংস্থার ৯৯টি সদস্য রাষ্ট্র এ নির্বাচনে অংশ নেয়। চূড়ান্ত ভোট পর্বে বাংলাদেশের প্রতিনিধি ৪৯ ভোট পেয়ে প্রথম এবং রুমানিয়ার প্রতিনিধি ৩৭ ভোটে দ্বিতীয় হয়েছে। নতুন বছরের ১৫ এপ্রিল এ পদের দায়িত্ব নেবেনে ক্যাপ্টেন মঈন আহমেদ। আগামী চার বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
শাজাহান খান জানান, ‘১৯৭৭ সাল থেকে যাত্রা শুরু করে আইএমএসও। মূলত স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সমুদ্র পরিবহনের নিরাপত্তা, বিপদের পূর্বাভাস, বিপদ বা দূর্যোগ কবলিত সমুদ্র পরিবহনের সন্ধান ও উদ্ধার কাজের সমন্বয়, সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক তথ্য সম্প্রচার, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে আইএমএসও।’
লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক নৌ সংস্থায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘গত ৩২ বছর ইউরোপের প্রতিনিধি এ পদে নিয়োজিত ছিলেন। এবারই প্রথম ইউরোপের বাইরে এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি এ পদে নির্বাচিত হয়েছেন।’
শাজাহান খান বলেন, সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি এবং মেরিটাইম ক্ষেত্রে এ অর্জন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। ‘মেরিটাইম ক্ষেত্রে ইতোমধ্যে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিষয়ে ঐতিহাসিক বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশের যে সাফল্য অর্জিত হয়েছে, মহাপরিচালক পদে জয়লাভের ফলে মেরিটাইম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জল হয়েছে।’
সংবাদ সম্মেলনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্যাপ্টেন মঈন আহমেদ যুক্তরাজ্য থেকে মাস্টার মেরিনার সার্টিফিকেট অর্জন করেন এবং সুইডেনের মালমোতে অবস্থিত ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) লিয়েনে কর্মরত আছেন।
(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এইচআর/ জেডএ.)