অ্যান্ড্রয়েড ফোনের কত কী
ঢাকাটাইমস ডেস্ক
০৮ ডিসেম্বর, ২০১৪ ০০:৩৬:৪৩

ঢাকা: একসময় অ্যান্ড্রয়েড ফোনের পর্দার ছবি বা স্ক্রিনশট নিতে গেলে আলাদা প্রোগ্রাম ইনস্টল করতে হতো। অ্যান্ড্রয়েড ৪.০ এবং এর পরের সংস্করণে মাত্র দুটি বোতাম চেপেই স্ক্রিনশট নেওয়া যায়। বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনেই স্লিপ/অ্যাওয়েক বা পাওয়ার বোতাম এবং শব্দ কমানোর বোতাম একসঙ্গে চেপে ধরে এ কাজটা করা যায়। যতক্ষণ পর্যন্ত পর্দায় কোনো ফ্ল্যাশ না আসে, ততক্ষণ পর্যন্ত বোতাম দুটি চেপে ধরে রাখতে হবে। এ পদ্ধতিটা বিভিন্ন ফোনের ক্ষেত্রে কিছুটা আলাদা হতে পারে। যেমন স্যামসাংয়ের গ্যালাক্সিসহ যেসব ফোনে হোম বোতাম আছে, সেগুলোতে পাওয়ার বোতাম এবং একই সঙ্গে হোম বোতাম পর্দা ফ্ল্যাশ না হওয়া পর্যন্ত চেপে ধরতে হবে। এভাবে তুলে রাখা ছবিগুলো দেখতে চাইলে গ্যালারি অ্যাপে গিয়ে স্ক্রিনশট নামে অ্যালবামের খোঁজ করুন। স্ক্রিনশট কারও সঙ্গে ভাগাভাগি যদি করতে চান, তবে তিনটা সংযুক্ত ডট বা পাশের ইংরেজি V-এর মতো শেয়ার বোতাপ চেপে সেটা করুন।
পর্দার ঘূর্ণন বন্ধ রাখা: নামে আর কাজে যথেষ্ট আকর্ষণীয় আর আধুনিক হলেও স্মার্টফোনের কিছু বিরক্তিকর দিক আছে। যেমন, ফোনের পর্দায় হয়তো কিছু একটা খুব মনোযোগ দিয়ে দেখছেন আর ফোনটা একটু কাত হলো, তো অমনি পর্দাটা আরেক দিকে ঘুরে গেল। পর্দার এই ঘূর্ণন বা স্ক্রিন রোটেশন সেটিংসটা হাতের কাছাকাছি কোনো জায়গায় রাখা নেই। এ জন্য সেটিংস চেপে ডিসপ্লেতে যেতে হবে, তারপর অটো-রোটেট স্ক্রিন অপশন থেকে টিক উঠিয়ে দিতে হবে। চালু করতে হলে আবার সেখানে গিয়ে টিক দিতে হবে। আরেকটা পদ্ধতি হলো পর্দার ওপর দিকে নোটিফিকেশন এলাকা নিচের দিকে টেনে শর্টকাট মেনু চেপে বিভিন্ন অপশন থেকে অটো রোটেশন চেপে তা বন্ধ করা যায়। কিন্তু এসব করতে গেলে তখন যে কাজ করা হচ্ছিল, সেটা বন্ধ রেখেই এভাবে সেটিং পরিবর্তন করতে হয়।
(ঢাকাটাইমস/ ৮ ডিসেম্বর/ এইচএফ/ঘ.)