মোবাইল ডিভাইসে লেনদেন বাড়ছে
ঢাকাটাইমস ডেস্ক
২২ ডিসেম্বর, ২০১৪ ০০:৪৪:২৪

ঢাকা: মোবাইল ডিভাইসের মাধ্যমে অর্থ লেনদেনের হার দিন দিন বাড়ছে। বেশকিছু প্রযুক্তি কোম্পানি এরই মধ্যে সংশ্লিষ্ট খাতে প্রবেশ করেছে। ক্রমবর্ধমান সেবা খাতটির ব্যবহারকারী ২০১৭ নাগাদ ২০০ কোটিতে দাঁড়াতে পারে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই দাবি করে গবেষণা প্রতিষ্ঠান জুনিপার রিসার্চ। খবর টেকটু।
ই-কমার্স খাতে মোবাইল ডিভাইসের মাধ্যমে অর্থ লেনদেনের হার বাড়ছে দ্রুত। ই-কমার্স ছাড়াও সংশ্লিষ্ট অনেক খাতেই মোবাইল ডিভাইসে অর্থ লেনদেনের প্রবণতা বাড়ছে। চলতি বছর বিশ্বব্যাপী মোবাইল ডিভাইসের মাধ্যমে অর্থ লেনদেন করেন ১৬০ কোটি গ্রাহক। ২০১৭ সালের শেষ নাগাদ এ সংখ্যা বেড়ে ২০০ কোটিতে দাঁড়াবে।
সাম্প্রতিক সময়ে মোবাইল ডিভাইসের ব্যবহার বাড়ছে। অনেকেই পার্সোনাল কম্পিউটারের পরিবর্তে মোবাইল ডিভাইস ব্যবহার শুরু করেছেন। এ কারণে পিসি বাজার এখন নিম্নমুখী। মোবাইল ডিভাইসের ব্যবহার বৃদ্ধির কারণে এর বিভিন্ন সেবা ব্যবহারের প্রবণতাও বাড়ছে। মোবাইল ডিভাইসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবার একটি হচ্ছে অর্থ লেনদেন সেবা। ব্যাংকিং, পণ্য কিনতে অর্থ লেনদেনসহ বিভিন্ন কাজে মোবাইল ডিভাইস ব্যবহার বাড়ছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, উন্নত বাজারগুলোয় মোবাইল ডিভাইসের মাধ্যমে অর্থ লেনদেনের হার বাড়ছে। আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের অনেক উন্নত বাজারের প্রায় অর্ধেক অনলাইন অর্থ লেনদেনই হবে মোবাইল ডিভাইসের মাধ্যমে।
এদিকে জাপান ও দক্ষিণ কোরিয়ায় কনটাক্ট লেস পেমেন্ট সিস্টেম বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কন্টাক্ট লেস পেমেন্ট সিস্টেম বলতে বোঝায় ডেভিট, ক্রেডিট ও স্মার্ট কার্ড ব্যবহার করে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের মাধ্যমে নিরাপদ অর্থ লেনদেন সেবা। কিন্তু এ সেবা জাপান ও দক্ষিণ কোরিয়ার বাইরে খুব বেশি প্রসার হচ্ছে না। ধারণা করা হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে সেবাটি এ দুটি দেশের বাইরেও জনপ্রিয় হয়ে উঠবে। এ পরিস্থিতিতে অ্যাপল সম্প্রতি উদ্বোধন করেছে তাদের মোবাইল লেনদেনের সেবা অ্যাপল পে। অ্যাপল তাদের এ সেবায় নিয়ার ফিল্ড কমিউনিকেশন্স প্রযুক্তি ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, সেবাটি মোবাইল ডিভাইসের মাধ্যমে অর্থ লেনদেন বৃদ্ধিতে বড় ধরনের প্রভাব রাখতে সক্ষম হবে। এ ধরনের সেবাগুলোর নতুন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে।
অ্যাপল তাদের নতুন এ সেবার মাধ্যমে মোবাইল ডিভাইসে অর্থ লেনদেন খাতে ভিন্ন অভিজ্ঞতা দেয়ার চেষ্টা করছে। মার্কিন প্রযুক্তি কোম্পানির নতুন সেবার মাধ্যমে অর্থ লেনদেন ছাড়াও সঞ্চয় ও মাইক্রো ইন্স্যুরেন্সের মতো সেবাও ব্যবহার করতে পারবেন গ্রাহক। ফলে সেবাটির গ্রহণযোগ্যতা অনেকাংশে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শীর্ষ মাইক্রোব্লগিং সাইট টুইটারও সম্প্রতি অর্থ লেনদেন সেবা চালু করেছে। একটি মাত্র টুইটের মাধ্যমে অর্থ লেনদেন করতে পারবেন টুইটার ব্যবহারকারীরা। দেখা গেছে, মোবাইল ডিভাইসেই টুইটার ব্যবহার করেন অধিকাংশ টুইটার ব্যবহারকারী। ফলে মোবাইল ডিভাইসের মাধ্যমে অর্থ লেনদেনে বড় ধরনের অবদান রাখতে যাচ্ছে মাইক্রোব্লগিং সাইটটি।
বাজার বিশ্লেষকদের মতে, ই-কমার্স খাত যত বেশি প্রসার হবে, মোবাইল ডিভাইসে অর্থ লেনদেনের পরিমাণ তত বাড়বে। আর সমগ্র বিশ্বে ই-কমার্স খাত দ্রুত প্রসার হচ্ছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বড় ধরনের ভূমিকা রাখছে। ধারণা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে বিশ্বের অধিকাংশ মানুষ মোবাইল ডিভাইসের মাধ্যমেই অর্থ লেনদেন করবে।
(ঢাকাটাইমস/ ২২ ডিসেম্বর/ এইচএফ/ঘ.)