রমনায় বাংলালিংকের বাংলাদেশ উৎসব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ ডিসেম্বর, ২০১৪ ১৯:২৬:১৩
ঢাকা: নতুন একটি সাংস্কৃতিক উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। রাজধানী ঢাকার শাহবাগের রমনা পার্কজুড়ে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব।’শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই প্রথম বারের মত হুয়াওয়ে টেকনোলজিস বাংলালিংকের পার্টনার হিসেবে এই আয়োজনে অংশ নিচ্ছে। এখানে তারা বাংলাদেশ ও সারা বিশ্বে মোবাইল টেকনোলজি উন্নয়নে তাদের অবদান তুলে ধরবে।
সংবাদ সম্মেলনে বাংলালিংকের হেড অফ পি আর এন্ড কমিউনিকেশন জনাব শারফুদ্দিন আহমেদ চৌধুরী এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ এর মার্কেটিং অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর জনাব শাফায়েত আলম উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এএম)