আই ফোনের চেয়ে উত্তম অ্যাণ্ড্রয়েড ৫.০!
ঢাকাটাইমস ডেস্ক
২০ ডিসেম্বর, ২০১৪ ২৩:০১:৩৭

ঢাকা : গুগলের নুতন অ্যাণ্ড্রয়েড সফটওয়্যার ছবি তোলায় আগ্রহীদের জন্য একটি বিশেষ বৈশিষ্টসহ বাজারে ছাড়া হয়েছে। এটির কাঁচা বা অবিকল চিত্র গ্রহণের সক্ষমতা রয়েছে। তার মানে ফোন সেটের ক্যামেরা চিত্রগুলিকে প্রক্রিয়াজাত করে জেপিইজিতে রুপান্তর করার আগে সেগুলি কেমন দেখাতো তা দেখতে পারবেন ইউজাররা।
উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিএসএলআর ক্যামেরার কাঁচা বা অবিকল চিত্র তুলে আনার সক্ষমতা সবসময়ই ছিল। কিন্তু মোবাইলে সে ধরনের কোনো প্রযুক্তি এতিদিন যুক্ত করা হয়নি।
ফটোগ্রাফি সম্পর্কে যারা অন্তত টুকিটাকি কিছু জানেন তাদের জন্য নতুন এই সফটওয়্যারটি কাজে আসতে পারে। জেপিইজি বা পিএনজি ফরম্যাটে গৃহীত চিত্রগুলি নিজের ইচ্ছে মতো সম্পাদনা করা বা কাঁটাছেড়া করা যায় না। কিন্তু অ্যাণ্ড্রয়েডের নতুন এই ক্যামেরা সফটওয়্যারে গৃহীত চিত্রগুলি সহজেই সম্পাদনা ও কাঁটাছেড়া করার বিস্তর স্বাধীনতা ও নমনীয়তা রয়েছে।
নতুন বৈশিষ্ট সম্পন্ন এই সফটওয়্যারটির ফলে অ্যাণ্ড্রয়েড ফোন আইফোনের তুলনায় এক ধাপ উন্নতি লাভ করেছে। আইফোনেও অসাধারণ চিত্র তোলা সম্ভব। কিন্তু আইফোনে অ্যাণ্ড্রয়েডের মতো কাঁচা বা অবিকল চিত্র গ্রহণ সম্ভব নয়।
(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এমএটি)