logo ৩০ এপ্রিল ২০২৫
আসুসের ফোনপ্যাড-৮ চালু
ঢাকাটাইমস ডেস্ক
১৯ জানুয়ারি, ২০১৫ ২১:৪০:০৬
image


ঢাকা: তাইওয়ান ভিত্তিক কম্পিউটার ও অন্যান্য ইলেক্ট্রনিক্স সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠা ভারতের বাজারে চালু করেছে নতুন ট্যাবলেট ফোনপ্যাড-৮। এটির দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৯৯৯ রুপি। ৬৪-বিট ইনটেল প্রসেসর চালিত এ ট্যাবলেটে ভয়েস কলের সাপোর্ট রয়েছে। এটি আসুসের এক্সক্লুসিভ স্টোর ও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

এ ট্যাবলেটের রয়েছে, ৮ ইঞ্চি স্ক্রিন, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ডের স্লট, ডুয়াল সিম ব্যবহারের সুবিধা, ওয়াইফাই কানেক্টিভিটি, ৩জি নেটওয়ার্ক, ৪ হাজার এমএএইচ ব্যাটারী, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ নানা রকমের সুযোগ সুবিধা।

আসুস দাবি করেছে, তারা এই ফোনপ্যাডটি তৈরির সময় এটির বডির সাথে ক্যামেরার অনুপাত বিশ্লেষণ করেছেন। তাছাড়া ওজনের বিষয়টিও তারা বিবেচনায় এনেছেন। এটির ওজন ৩১০ গ্রাম।

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এসইউএল)