logo ২১ মে ২০২৫
আসছে অ্যাপলের স্মার্টঘড়ি
ঢাকাটাইমস ডেস্ক
৩১ জানুয়ারি, ২০১৫ ০১:১১:৫৬
image

ঢাকা: এপ্রিল মাসেই বাজারে আসছে অ্যাপল কম্পিউটারের বহুপ্রতীক্ষিত স্মার্টঘড়ি—অ্যাপল ওয়াচ। সম্প্রতি বিশ্বখ্যাত এ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।


গত বছরের সেপ্টেম্বরেই ঘোষণা দেওয়া হয়েছিল ২০১৫ সালের শুরুতেই আসছে অ্যাপল ওয়াচ। আর সে ঘোষণা অনুযায়ী এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে অ্যাপল ওয়াচ, এমনটাই জানা গেছে।


ইতিমধ্যে অ্যাপল ওয়াচের জন্য নানা ধরনের অ্যাপ তৈরি এবং সেগুলোর পরীক্ষামূলক ব্যবহারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অ্যাপলের প্রোগ্রামাররা। বাজারে আসার আগেই সর্বশেষ অ্যাপগুলোর নানা দিক নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। বিশেষ করে পরিধেয় যন্ত্র হওয়ায় বিস্তর গবেষণার পরও সেগুলোকে নানাভাবে পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।


টিম কুক নিজেই নতুন এ অ্যাপল ওয়াচ ব্যবহার শুরু করেছেন। নিজে আগে ব্যবহার করে এর নানা বিষয় জেনে নিতে চান টিম কুক।


এবারও মূল আয়োজন ও তারিখ নিয়ে মুখ খোলেনি অ্যাপল কর্তৃপক্ষ। তবে এপ্রিলে যে আসছে সেটি নিশ্চিত।


(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)