logo ২১ মে ২০২৫
ওয়ালটন মোবাইল স্মার্টজোন বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জানুয়ারি, ২০১৫ ১৬:২৬:৩৩
image


ঢাকা: রাজধানীর ব্যস্ততম এলাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটে উদ্বোধন করা হয়েছে দেশিয় জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন মোবাইল স্মার্টজোন। এই এক্সক্লুসিভ স্মার্টজোন থেকে পাওয়া যাবে ওয়ালটনের সব ধরনের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ স্মার্টফোন। এই স্মার্টজোনের উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক, পিআর এন্ড মিডিয়া, জনাব এস এম জাহিদ হাসান, নির্বাহী পরিচালক, পলিসি এইচআরএম এন্ড অ্যাডমিন, জনাব এস এম রেজওয়ান আলম শিপলু, অতিরিক্ত পরিচালক, মোবাইল ডিভিশন, জনাব রবিউল আলম ভূইয়া, উপ-পরিচালক, পিআর অ্যান্ড মিডিয়া ও ওয়ালটন স্মার্টজোন এর কর্নধার মিন্টু সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন- দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের রুচি, পছন্দ এবং চাহিদা অনুযায়ী স্মার্টফোন সরবরাহে ওয়ালটন সর্বদা একধাপ এগিয়ে আছে। এছাড়াও দেশের তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে ওয়ালটন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে স্মার্টফোন বাজারজাত করছে। ভবিষ্যতে ওয়ালটন আরও নতুন নতুন প্রযুক্তির পণ্য বাজারে নিয়ে আসবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

স্মার্টজোনের কর্ণধার মিন্টু সরকার বলেন, ওয়ালটন মোবাইল হ্যান্ডসেটগুলো ইতোমধ্যেই বাজারে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। প্রিমো সেটগুলোর চাহিদা ব্যাপক এবং ব্যবহারকারীরা এই হ্যান্ডসেটগুলো ব্যবহার করে খুবই খুশী। আমি একজন ব্যবসায়ী হিসেবে ওয়ালটনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওয়ালটন মোবাইল ফোন অল্প কিছুদিনের মধ্যে দেশের শীর্ষস্থান দখল করতে যাচ্ছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমআর)