ঢাকা: মোবাইল এখন মানুষ শুধু কথা বলার জন্যেই ব্যবহার করে না। মোবাইলে কথা বলার চেয়ে এখন মানুষ ইন্টারনেট ব্যবহারে ব্যস্ত থাকে বেশি। বিশেষ করে যুব সমাজ ফেসবুক ব্যবহারের জন্যেই মোবাইল ব্যবহার করে থাকে।
তবে মোবাইলে শুধু ফেসবুক করা গেলেই হবে না। দেখতে হবে তার ক্যামেরা কতটুকু। কারণ, ভালো ক্যামেরা না থাকলে আপনি ভালো ছবি তুলতে পারবেন না। আর ভাল ছবি না তুলে পোস্ট না দিতে পারলে তো ফেসবুক ব্যবহারের কোনও মানেই হয় না।
ভোক্তাদের কথা মাথায় রেখেই এবার দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান স্যামসাং বাজারে আনছে তাদের নতুন ফোন গ্যালাক্সি এস-৬। আগামী মার্চে এটি বাজারে ছাড়া হতে পারে। শোনা যাচ্ছে, এ ফোনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এসইউএল)