logo ২৯ এপ্রিল ২০২৫
প্রশ্নের সম্মুখীন অ্যান্ড্রয়েডের নিরাপত্তা
টেলিকম ডেস্ক, ঢাকাটাইমস
২৭ জানুয়ারি, ২০১৫ ০১:০৮:৩৭
image

ঢাকা: এবার প্রশ্নের মুখে পড়েছে অ্যান্ড্রয়েডের নিরাপত্তা৷ অ্যান্ড্রয়েড জেলিবিন ৪.৩সহ এর পুরানো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলির নিরাপত্তা প্রশ্নের মুখে বলে জানা গেছে। গুগলের পক্ষ থেকে এই আশঙ্কা করা হয়েছে৷


গুগল থেকে জানানো হয়েছে, এই অপারেটিং সিস্টেমটির ‘ওয়েব ভিউ’ অংশে এই ত্রুটি পাওয়া গেছে৷ গুগলের আশঙ্কা এই ত্রুটির ফলে হ্যাকাররা খুব সহজেই ব্যবহারকারীর স্মার্টফোনটি হ্যাক করতে পারবে৷ বর্তমানে বিশ্বে প্রায় ৬০ শতাংশ (১০০ কোটির কাছাকাছি) স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ৪.৩ কিংবা এর চেয়ে পুরানো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন৷ কিন্তু গুগলের মতে অপারেটিং সিস্টেম আপডেট করলেই এটিকে ত্রুটি মুক্ত করা সম্ভব নয়৷


তবে গুগলের পক্ষ থেকে জানান হয়েছে কিছু কৌশল অবলম্বন করলে এই সমস্যা থেকে দুরে থাকা যেতে পারে৷ গুগলের মতে, এমন কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে যেগুলি ওয়েব ভিউ ব্যবহার করে না এবং আপডেট করা যায়৷


যেমন ক্রোম, ফায়ারফক্সের মতো ব্রাউজারগুলি৷ এগুলি ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে বলে গুগল মনে করে।


(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এমআর)