logo ২১ মে ২০২৫
সিম্ফনির নতুন হ্যান্ডসেট বাজারে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:২৪:০৪
image

ঢাকা: সিম্ফনি তাদের নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট Xplorer ZV (এক্সপ্লোরার জেড ফাইভ) সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করেছে। ক্রেতাদের পরামর্শ এবং চাহিদার ভিত্তিতে সিম্ফনি এই হ্যান্ডসেট বাজারজাত করেছে।


হ্যান্ডসেটটির ৫ ইঞ্চি IPS HD ডিসপ্লে­ Dragontrail Glass দিয়ে সুরক্ষিত, যা এর টাচ প্যানেলকে যেকোনো ধরনের দাগ বা বাহ্যিক চাপ থেকে রক্ষা করে। হ্যান্ডসেটটির পেছন দিকেও রয়েছে Gorilla Glass-3। দুই গ্লাসের সম্মিলিত সুরক্ষার ফলে হ্যান্ডসেটটি আরো মজবুত আর দীর্ঘস্থায়ী হয়ে উঠেছে। এর Gi IPS HD (1280 X 720) ডিসপ্লে 1080p এর ভিডিও কোনো বাধা ছাড়াই সহজে প্লেব্যাক করতে পারে।




এতে 4.4.2 Kitkat OS ব্যবহার করা হয়েছে MediaTek MTK 6592 octa core chipset এর সাথে যার ভেতর 8 Cortex A7 রয়েছে। এ কারণেই হান্ডসেটটি অনেক দ্রুত কাজ করে এবং তা ব্যবহারের অভিজ্ঞতাও হয় ঝামেলাবিহীন। ক্রেতাদের বহুমুখী ব্যবহারকে আরো গতিশীল ও সন্তোষজনক করার জন্য এতে ব্যবহার করা হয়েছে 2 GB RAM|


ব্যবহারকারীর ইচ্ছেমতো তথ্য, ছবি আর গান স্টোর করার জন্য এতে রয়েছে 16 GB ROM Ges Xplorer ZIV এর সীমাবদ্ধতা পেরিয়ে এতে যোগ করা হয়েছে ৩২ এই পর্যন্ত বর্ধিত করার ব্যবস্থা।


Xplorer ZV এর মাধ্যমে প্রথমবার Opera Max অ্যাপ ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো হান্ডসেটের সাথে এই অ্যাপ দেয়া হলো। Opera Max এর সাহায্যে ব্যবহারকারী বিভিন্ন অ্যাপলিকেশন দিয়ে ইন্টারনেট ডাটার খরচের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্যবহারকারী সব অ্যাপলিকেশনের প্রায় ৫০ শতাংশ মোবাইল ডাটার খরচ কমিয়ে নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।


বিস্তারিত জানতে: http://symphony-mobile.com/special/zv/index.htm


(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এমএন)