logo ২৯ এপ্রিল ২০২৫
জিপির মুনাফা ১০ হাজার কোটি ছাড়ালো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ফেব্রুয়ারি, ২০১৫ ২০:৪৩:৪২
image

ঢাকা: দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন (জিপি) লিমিটেড ২০১৪ সালে ১০ হাজার ২৭০ কোটি টাকা মুনাফা আয় করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি।


সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জিপির পক্ষ থেকে ‘আর্থিক বিবরণী-২০১৪’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাজীব শেঠিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর কর প্রদানের পর ১৯ দশমিক ৩ শতাংশ মার্জিনসহ জিপির নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮০ কোটি টাকা। ফলে সংশ্লিষ্ট বছরে জিপির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৭ পয়সা। ২০১৩ সালে এ কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ১০ টাকা ৮৯ পয়সা।


এসময় আরও জানানো হয়, এক বছরে টেলিকম জায়ান্টটির নেটওয়ার্কে ৪৪ লাখ নতুন গ্রাহক যোগ হয়েছে। সব মিলিয়ে এ অপারেটরের মোট গ্রাহক দাঁড়িয়েছে সাড়ে পাঁচ কোটি। ফলে জিপির মার্কেট শেয়ার ৪২ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে।


এছাড়া নেটওয়ার্ক ও টেলিকম সেবার মানোন্নয়নে ২০১৪ সালে ১ হাজার ৫২০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছে নরওয়েভিত্তিক টেলিনরের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।


সংবাদ সম্মেলনে রাজীব শেঠি বলেন, ২০১৪ সালে আমরা দুটি মাইলফলক স্পর্শ করেছি; একটি হলো ৫ কোটি গ্রাহক এবং আরেকটি হলো ১০ হাজার কোটি টাকার মুনাফা, যা গ্রামীণফোন এবং এর শেয়ারহোল্ডারের জন্য আনন্দের।


তিনি আরও বলেন,গত বছর দেশের শীর্ষ মোবাইল অপারেটর হিসেবে আমাদের অবস্থান আরও দৃঢ় হয়েছে এবং আমরা ২০১৫ সালে আরও ভালো করার লক্ষ্য স্থির করেছি। আশা করি, আমাদের শক্তিশালী অবস্থানকে ভিত্তি ধরে পরিকল্পিত কাজ ও সঠিক মানসিকতার প্রয়োগ এ লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে।


(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এসবি/এমআর)