logo ২৯ এপ্রিল ২০২৫
আসছে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:১৩:১৬
image

ঢাকা: অবশেষে বাজারে আসতে চলেছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১৷


গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নতুন ভার্সন আগের ললিপপ অপারেটিং সিস্টেমের কিছু ত্রুটি দূর করবে৷ সেই সঙ্গে গুগল নতুন ললিপপ ৫.১ এর বেশ কিছু ফিচার প্রকাশ করেছে৷


নতুন এ অপারেটিং সিস্টেমে সাইলেন্ট মুডের ব্যবস্থা রয়েছে। এছাড়া সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে এ সিস্টেমে৷ উন্নত র‌্যামের পাশাপাশি উন্নতমানের ব্যাটারি পাওয়ার সেভিং সিস্টেম ও রয়েছে।ললিপপ ৫.০ এর ওয়্যারলেস কানেকশনের ক্ষেত্রে যে সমস্যাগুলি ছিল তার সমাধান করা হয়েছে এতে৷ এছাড়া আগের ভার্সনের সব সমস্যার সমাধান পাওয়া যাবে এ সিস্টেমে।


আশা করা হচ্ছে, নতুন অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েড ওয়ান ও নেক্সাস সিরিজের স্মার্টফোনগুলির জন্য সর্বপ্রথম আনা হবে৷


ফেব্রুয়ারির শেষ নাগাদ বাজারে ছাড়া হবে সিস্টেমটি।


(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এমএন)