logo ২৯ এপ্রিল ২০২৫
বাজারে এলো ইনটেক্সের নতুন ফোন
ঢাকাটাইমস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি, ২০১৫ ০১:১৫:২৬
image

ঢাকা: প্রথম ভারতীয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা হিসেবে ভারতের বাজারে ললিপপ অপারেটিং সিস্টেমের ফোন বাজারে এনেছে ইনটেক্স। তারা তাদের অ্যাকুয়া সিরিজের স্টার-এল স্মার্টফোনটি বাজারে ছেড়েছে।


ইনটেক্সের নয়া এই ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৫.০ (ললিপপ ভার্সন)। পাশাপাশি এই স্মার্টফোনে আছে ১.৩ গিগাহার্টজ প্রসেসর ও ১ জিবি ব়্যাম।


এছাড়া ইনটেক্স নয়া এই ফোনটিতে ক্যামেরার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। সেলফির জন্য আছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে’র এই ফোন ইন্টারনাল মেমোরী ৮ জিবি। ব্যবহারকারী চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২জিবি পর্যন্ত তা বাড়ানো যাবে।


পাশাপাশি স্মার্টফোনটিতে আছে ২০০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি। যার দরুন ২জি নেটওয়ার্কে টানা ছয় ঘণ্টা কথা বলা যাবে বলে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে।


এছাড়া এই স্মার্টফোনে এফএম রেডিও, ওয়াইফাইয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ইনটেক্সের এই ফোনটি ৬,৯৯৯ রুপিতে কিনতে পারবেন এদেশের গ্যাজেটপ্রেমীরা।


(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এসইউএল)