ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মোবাইল, কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট সম্প্রতি কম দামে লুমিয়া-৪৩৫ স্মার্টফোন চালুর পর এক সপ্তাহ পর এবার তাদের নতুন স্মার্টফোন লুমিয়া-৫৩২ চালু করেছে। ভারতের বাজারে এটির দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪৯৯ রুপি।
উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এ স্মার্টফোনের রয়েছে, ৪ ইঞ্চি স্ক্রিন, ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, ১৫৬০ এমএএইচ ব্যাটারী, ডুয়াল সিম ও মাইক্রোএসডি কার্ড সাপোর্টের ব্যবস্থা সহ উচ্চমাত্রার আরও অনেক সুযোগ সুবিধা।
সবুজ, কালো, সাদা ও কমলা এই চার রঙের ফোন বাজারে পাওয়া যাবে। লুমিয়া-৫৩২ লেনোভো-২০০০, মটো-ই ও স্যামসাং জেড-১ এর সঙ্গে প্রতিযোগিতা করবে।
(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/এসইউএল)