স্মার্ট ব্যাটারিতে চার্জ দুই মিনিটেই
ঢাকাটাইমস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:১৬:৪৯

ঢাকা: চার্জ শেষ হওয়ার পর একটি স্মার্টফোনের ব্যাটারিতে মাত্র দুই মিনিটেই ৭০ শতাংশ চার্জ দেওয়া গেলে কেমন হয়? সম্প্রতি এমনই একটি স্মার্ট ব্যাটারি তৈরি করেছেন গবেষকেরা। কেন তা স্মার্ট? গবেষকেরা বলেন, তাঁদের দাবি, স্মার্টফোনের ব্যাটারিতে ব্যবহার উপযোগী এমন একটি উপাদানের সন্ধান পেয়েছেন যার কল্যাণে দুই মিনিটেই মোবাইল চার্জ দেওয়া সম্ভব। এক খবরে জানিয়েছে আইএএনএস।
গবেষকেরা বলছেন, তাক লাগানো উপাদানটির নাম টাইটেনিয়াম ডাই-অক্সাইড। উপাদানটি সানস্ক্রিনে পাওয়া যায়। সিঙ্গাপুরের ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকেরা টাইটেনিয়াম ডাই-অক্সাইডের জেল ব্যবহার করে স্মার্ট এই ব্যাটারি তৈরির দাবি করেছেন। তাঁরা এই ব্যাটারি তৈরিতে প্রচলিত গ্রাফাইট অ্যানোডের পরিবর্তে সাশ্রয়ী এ উপাদানটিই বেছে নিয়েছেন আর তাতে চমৎকার ফলও পেয়েছেন।
হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, টাইটেনিয়াম ডাই-অক্সাইডের জেল ব্যাটারির রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে বলে দ্রুত চার্জ সম্পন্ন হয়। এই ব্যাটারি ১০ হাজার বার পর্যন্ত চার্জ দেওয়া যায় বলে এর আয়ু ২০ বছরেরও বেশি হতে পারে।
কবে নাগাদ বাজারে আসবে স্মার্টফোনের এই ব্যাটারি? গবেষকেরা আশা করছেন, আগামী দুই বছরের মধ্যেই এই ব্যাটারি বাজারে ছাড়া সম্ভব হবে।
(ঢাকাটাইমস/ ১৬ ফেব্রুয়ারি/ এইচএফ/ঘ.)