হারানো মেজাজ ফেরাবে হেডফোন?
ঢাকাটাইমস ডেস্ক
২০ ফেব্রুয়ারি, ২০১৫ ০১:৩৩:১২
ঢাকা: সারাদিন অফিস, নানা ঝামেলার মধ্যে কাটানো৷ ফল যা হওয়ার তাই, বাড়ি ফিরেই ‘মুড অফ’৷ এমনটা তো আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে৷ কিন্তু এবার সেই দিন বদলাতে চলেছে৷ অফিস বা বাইরের কাজের ঝঞ্ঝাট-ঝামেলার কারণে আপনার মেজাজ বিগড়ে গেলে তা চনমনে করে দেবে একটি হেডফোন৷ কী, বিশ্বাস হচ্ছে না? তবু এমনটাই হতে চলেছে৷ এ রকম একটি নয়া হেডফোন আনছে দাইনক (Thync)৷
চলতি বছরের শেষের দিকে আমেরিকান সংস্থাটি এই হেডফোন আনতে চলেছে৷ সংস্থার দাবি, বিশেষ প্রযুক্তির এই হেডফোনটি ব্যবহার করলে বিগড়ানো মেজাজ লাইনে ফিরবে, ক্লান্তি কাটিয়ে আবার সব ঠিকঠাক চলতে আরম্ভ করবে মাত্র কয়েক মিনিটে৷
কীভাবে কাজ করবে এই হেডফোন?
সংস্থার দাবি, হেডফোনটি স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করলেই তা ব্যবহারকারীর শরীরে হালকা তড়িৎপ্রবাহ প্রবেশ করাবে৷ আর তার ফলে ব্যবহারকারীর মেজাজ নাকি আবার তরতাজা হয়ে উঠবে৷ইতিমধ্যে ৮২ জনের উপর এর পরীক্ষাও চালানো হয়েছে৷তাতে সাফল্যও পেয়েছে এই সংস্থা৷কবে নাগাদ নয়া এই হেডফোন বাজারে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকে৷
(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এমএম)