logo ২৯ এপ্রিল ২০২৫
বাজারে এলো আসুসের ফোনপ্যাড-৭
ঢাকাটাইমস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০১৫ ২১:০৮:১৭
image


ঢাকা: তাইওয়ান ভিত্তিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান আসুস তাদের নতুন ফোন ফোনপ্যাড-৭ মডেলটি বাজারে এনেছে। আসুসের নয়া এই মডেলটির অপারেটিং সিস্টেমে থাকবে সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভার্সন।

পাশাপাশি এই ফোনপ্যাডে আছে ১.৩ গিগাহার্টজ প্রসেসর, আর আছে ২ জিবি ব়্যাম। আসুস তার এই ফোনপ্যাডটিতে ক্যামেরার দিকেও বিশেষ নজর দিয়েছে।

আসুসের এই ফোনপ্যাডে আছে ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও সেলফির জন্য আছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনপ্যাডের ক্যামেরাতে ফ্ল্যাশের সুবিধাও থাকবে।

এছাড়া এই ফোনপ্যাডে আছে ৭ ইঞ্চি আইপিএস এলইডি (১২৮০x ৮০০ পিক্সেল) ডিসপ্লে। পাশাপাশি আসুসের ফোনপ্যাডের এই নয়া মডেলটির ইন্টারনাল মেমোরি ৮ জিবি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত।

এছাড়া এই ফোনপ্যাডে লিথিয়াম ব্যাটারি থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের বাজারে একাধিক রঙে পাওয়া যাবে এই ফোন। ফোনটি কিনতে ক্রেতাদের খরচ করতে হবে সাড়ে ১৫ হাজার টাকা। নয়া এই ফোনপ্যাডটি গ্রাহকদের কতটা জনপ্রিয় হয়, সেটাই এখন দেখার।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এসইউএল)