অপোর লিমিটেড এডিশন স্মার্টফোন বাজারে
ঢাকাটাইমস ডেস্ক
২০ ফেব্রুয়ারি, ২০১৫ ২২:৫১:০১
ঢাকা : লিমিটেড এডিশনের স্মার্টফোন ভারতের বাজারে আনল অপো৷ তারা দেশের বাজারে তাদের ‘আর-৫’ মডেলটির মত লিমিটেড এডিশনের ফোন বাজারে এনেছে৷ আর-৫-র নয়া এডিশনে স্মার্টফোনটির চারিদিকে গোল্ডেন কালারে সুসজ্জিত থাকবে বলে অপোর তরফে জানানো হয়েছে৷
নয়া এই এডিশনটির নাম দেয়া হয়েছে গিল্ডেড লিমিটেড এডিশন৷ এই লিমিটেড এডিশনে দশ হাজার স্মার্টফোন বিক্রি করার লক্ষমাত্রা ধার্য করেছে অপো৷ নয়া এডিশনের আর- ৫ মডেলটি ২৯,৯৯০ রুপিতে কিনতে পারবেন গ্যাজেটপ্রেমীরা৷
অপোর এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ভার্সন৷ এছাড়া রয়েছে ২.১ গিগাহার্ৎজ প্রসেসর ও ২ জিবি ব়্যাম৷ ক্যামেরাও বেশ শক্তিশালী অপোর এই স্মার্টফোনের৷
এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, পাশাপাশি সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ ১৬ জিবি ইন্টারনাল মেমোরি সহ অন্যান্য সুবিধাও থাকবে এই স্মার্টফোনে৷
(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এমএটি)