আসছে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৫ ২০:৪২:০০
ঢাকা: বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে আসছে স্মার্টফোন ‘উইকেডলিক। তারা তাদের ওয়ামি টাইটান-৪ নামের মডেলটি বাজারে আনছে। এটিতে রয়েছে ৫ হাজার ৩৩০ এমএএইচ স্মার্টফোন। প্রতিষ্ঠানটি দাবি করছে, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারী।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ফোনটিতে টানা ২৮ ঘন্টা কথা বলা যাবে। পাশাপাশি ফোনটি স্ট্যান্ডবাই অবস্থায় থাকবে টানা ৪৩ দিন।
এছাড়া এই ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ভার্সন। তবে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে’র এই স্মার্টফোনে রয়েছে ১.৭ গিগাহার্টজ প্রসেসর ও ২ জিবি ব়্যাম।
পাশাপাশি ফোনটিতে আছে ১৬ মেগাপিক্সেল অটোফোকাস রেয়ার ক্যামেরা ও সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ইন্টারনাল মেমোরিকেও ১৬ জিবি থেকে বাড়িয়ে ৬৪ জিবি পর্যন্ত করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এই ফোনটির ভারতের বাজারে দাম পড়বে ১৪ হাজার ৯৯০ রুপি।
(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এসইউএল)