logo ২৯ এপ্রিল ২০২৫
আসছে সনির এক্সপেরিয়া ইফোরজি স্মার্টফোন
ঢাকাটাইমস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি, ২০১৫ ২১:১৬:৪৫
image


ঢাকা: জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান সনি তাদের নতুন স্মার্টফোন সনি এক্সপেরিয়া ইফোরজি চালু করেছে। আগামী এপ্রিলে এটি বাজারে ক্রেতাদের জন্যে উন্মুক্ত করে দেয়া হবে। এটির দাম নির্ধারণ করা হয়েছে ১২৯ ইউরো। এটির গায়ের রং হবে সাদা ও কালো।

এ ফোনের রয়েছে ৪.৭ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লে, ১ জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও মাইক্রোএসডি কার্ড যা ৩২ জিবি পর্যন্ত সাপোর্ট করবে।  

এ ফোনের আরও রয়েছে, এলইডি ফ্লাশসহ ৫ এমপি রেয়ার ক্যামেরা, ২ এমপি ফ্রন্ট ক্যামেরা, ব্লুটুথ ৪.১, ৩জি, ৪জি ও ওয়াইফাইয়ের ব্যবস্থা। এটি অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট দ্বারা চালিত।

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এসইউএল)