logo ২৯ এপ্রিল ২০২৫
ব্ল্যাকবেরির সুবাদে আইফোন ছেড়ে পাসপোর্ট!
ঢাকাটাইমস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:২৬:৫২
image

ঢাকা: আইফোনে বিরক্ত? ব্ল্যাকবেরি অ্যাপল ভক্তদের কাছে টানতে আইফোন কিনে নেওয়ার কর্মসূচি চালু করেছে। যাঁরা আইফোন ভক্ত ব্ল্যাকবেরির তৈরি পাসপোর্ট ব্যবহার করতে আগ্রহী হবেন, তাঁদের আইফোন কিনে নিয়ে পাসপোর্ট ব্যবহারের সুযোগ করে দেয় কানাডার প্রতিষ্ঠানটি। সিএনএন


গত বছরের সেপ্টেম্বরে পাসপোর্ট সদৃশ স্মার্টফোন বাজারে এনেছে ব্ল্যাকবেরি, যার নামও দিয়েছে পাসপোর্ট। ব্ল্যাকবেরির ‘ট্রেড-আপ’ পরিকল্পনার সঙ্গে যাঁরা সম্মত হবেন, তাঁদের ৫৫০ মার্কিন ডলার পরিশোধ করছে ব্ল্যাকবেরি। অর্থাৎ আইফোন বিক্রেতা তাঁর আইফোন দিয়ে একটি ৪৯৯ মার্কিন ডলার দামের ব্ল্যাকবেরি পাসপোর্ট পাচ্ছেন এবং সঙ্গে অন্যান্য সুবিধা।


যুক্তরাষ্ট্র ও কানাডার অধিবাসীরা ডিসেম্বর মাস থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই আইফোন থেকে ব্ল্যাকবেরিতে যাওয়ার সুযোগ উন্মুক্ত ছিল।


বাজার বিশ্লেষকেরা বলছেন, নতুন এই কর্মসূচির মাধ্যমে অ্যাপলকে সরাসরি টক্কর দেওয়ার চেষ্টা করছে কানাডার মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠানটি।


একসময়ের জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা ব্ল্যাকবেরিকে বেশ কিছুদিন ধরেই বাজারে ধুঁকতে হচ্ছে।


ব্ল্যাকবেরির প্রধান পরিচালন কর্মকর্তা মার্টি বেয়ার্ড পাসপোর্ট সম্পর্কে বলেন, সুন্দর স্ক্রিন সুবিধার এই মোবাইল ফোনটি ব্যবহারকারীর জন্য সত্যিকারের কাজের উপযোগী একটি ফোন। ডকুমেন্ট পড়ার জন্য এই মোবাইল ফোনটির আকার আদর্শ।


(ঢাকাটাইমস/ ২৬ ফেব্রুয়ারি/ এইচএফ/ঘ.)