logo ২৯ এপ্রিল ২০২৫
আসছে স্মার্টফোন মটো-ই
ঢাকাটাইমস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:০৫:০৩
image


ঢাকা: জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা ভারতের বাজারে চালু করতে যাচ্ছে তাদের প্রস্তুতকৃত নতুন স্মার্টফোন মটো-ই (দ্বিতীয় প্রজন্ম)। প্রতিষ্ঠানটি দুটি ভ্যারিয়ান্টের স্মার্টফোন চালু করবে। একটি ৩জি ভ্যারিয়ান্টের ও অপরটি ৪জি ভ্যারিয়ান্টের।  

প্রথমটির দাম পড়বে ৬ হাজার ৯৯৯ রুপি ও দ্বিতীয়টির দাম পড়বে ১৪৯.৯৯ রুপি। ৩জি ভ্যারিয়ান্টের ফোনটির রয়েছে ৫ এমপি রেয়ার ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, ১জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ২৩৯০ এমএএইচ ব্যাটারী।

এটির ইন্টারনাল স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এদিকে ৪জি ভ্যারিয়ান্টের স্মার্টফোনটি ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর স্নাপড্রাগন ৪১০ ৬৪-বিট সিপিইউয়ে চালিত।

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এসইউএল)