logo ২৯ এপ্রিল ২০২৫
অপারেটিং সিস্টেম আপডেট করছে স্যামসাং
ঢাকাটাইমস ডেস্ক
০৮ মার্চ, ২০১৫ ২১:৫৮:২৯
image

ঢাকা : স্যামসাং নোট-৩ ব্যবহারকারীদের জন্য সুখবর৷ খুব তাড়াতাড়ি এই মডেলটির জন্য অপারেটিং সিস্টেমের আপডেট করতে চলেছে টেক জায়েন্ট স্যামসাং৷ শনিবার স্যামসাংয়ের তরফে এই কথা জানানো হয়েছে৷


স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে, তাদের নোট-৩ ফোনটির অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ৪.৪ কিটক্যাট ভার্সন থেকে আপডেট করে ৫.০ ললিপপ পর্যন্ত করতে পারবেন৷


প্রসঙ্গত, ২০১৩ সালে শেষের দিকে এই ফোনটি বাজারে আনা হয়৷ স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে, চলতি মাসের শেষের দিক থেকে এই ফোনটির অপারেটিং সিস্টেম আপডেট করা যাবে৷ বিনামূল্যে ব্যবহারকারীরা এই আপডেট করতে পারবেন বলে জানানো হয়েছে৷


(ঢাকাটাইমস/৮মার্চ/এমএটি)