মাইক্রোসফটের দুটি নয়া স্মার্ট ফোন
ঢাকাটাইমস ডেস্ক
০৪ মার্চ, ২০১৫ ০০:১৯:৫৩
ঢাকা: আত্মপ্রকাশ করলো মাইক্রোসফটের স্মার্টফোনের নয়া দুই সেট Lumia 640 ও Lumia 640 XL। উন্নয়নশীল দেশগুলিতে যেখানে স্মার্টফোনের বাজার ক্রমবর্ধমান মূলত সেই দেশগুলোর বাজার ধরতে পকেট ফ্রেন্ডলি এই স্মার্টফোন নিয়ে এলো মাইক্রোসফট।
চলতি মাস থেকেই বিশ্ববাজারে কিনতে পারা যাবে Lumia 640 XL। আর Lumia 640-কে মুঠোবন্দী করতে অপেক্ষা করতে হবে এপ্রিল পর্যন্ত। দুটি ফোনেই সিঙ্গল সিম ও ডুয়েল সিমের সুবিধা পাওয়া যাবে। দুটি ফোনই 3G ও 4G পরিষেবা দিতে সক্ষম।
Lumia 640-এর 3G মডেলের দাম ৯ হাজার ৭০০ টাকার আশেপাশে থাকবে। এলটিই মডেলের জন্য খরচ করতে হবে মোটামুটি ১১ হাজার টাকা।
অন্যদিকে, Lumia 640 X-এর 3G মডেলটির দাম ১৩ হাজারের আশেপাশে ঘোরাফেরা করবে। এলটিই মডেলটির দাম পড়বে প্রায় ১৫ হাজার ২০০ টাকা।
এই বছরের শেষে উইনড্রোজ টেন বাজারে এসে গেলে এই দুটি মোবাইলের অপরেটিং সিস্টেমকেই উইনড্রোজ টেনে আপগ্রেড করা যাবে। এই দুটি স্মার্টফোনে মাইক্রোসফট অফিসের যাবতীয় সুবিধা আছে।
(ঢাকাটাইমস/৪মার্চ/জেবি)