ঢাকা: ভারতীয় হ্যান্ডসেট ব্র্যান্ড লাভা তাদের নতুন স্মার্টফোন আইরিশ এক্স-১ বিটস চালু করেছে। আইরিশ এক্স সিরিজের এ ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৫২ রুপি। ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর দ্বারা চালিত এ ফোনের রয়েছে ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এটি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এটির আরও রয়েছে, ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ আইপিএস ডিসপ্লে, এলইডি ফ্লাশসহ ৫ এমপি রেয়ার অটোফোকাস ক্যামেরা, ০.৩ এমপি ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
এটির রয়েছে, ৩জি, জিপিআরএস, মাইক্রো-ইউএসবি স্লট, ব্লুটুথ, ২২০০ এমএএইচ ব্যাটারী ও ডুয়াল সিম ব্যবহারের সুবিধা সহ নানাধরনের উচ্চমাত্রার সুবিধা। এটির গায়ের রং হবে হোয়াইট গোল্ড, হোয়াইট সিলভার ও ইঙ্ক ব্লাক এই তিন ধরনের।
(ঢাকাটাইমস/৫ মার্চ/এসইউএল)