logo ২৯ এপ্রিল ২০২৫
এলজির ৬টি নতুন ফোন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ মার্চ, ২০১৫ ১৬:৫১:২৩
image

ঢাকা: প্রযুক্তি নির্মাতা এলজি ছয়টি নতুন স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে আছে এলজি জি প্রো টু ও এলজি জি২ মিনি। এ ছাড়া এল সিরিজের তিনটি ও এফ সিরিজের একটি স্মার্টফোন আনবে প্রতিষ্ঠানটি।


ফোনগুলোর মূল্য সাধ্যের মধ্যেই থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


এল৪০, এল৭০ ও এল৯০ স্মার্টফোন তিনটি অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৪.৪ কিটক্যাটে চলবে। এগুলোর আকার ৪.৫ থেকে ৪.৭-এর মধ্যেই এবং প্রতিটিতে রয়েছে ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর ও সর্বোচ্চ ১ গিগাবাইট র‌্যাম।


(ঢাকাটাইমস/৭মার্চ/জেবি)