ঢাকা: স্মার্টফোন তৈরির বড় প্রতিষ্ঠান মটোরোলা এবার বাজারে এনেছে তাদের নতুন স্মার্টফোন ‘মটো টারবো’। ভারতের বাজারে এটির দাম নির্ধারণ করা হয়েছে, ৪১ হাজার ৯৯৯ রুপি। অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ফ্লিপকার্ট থেকে এটি কেনা যাবে।
মটোরোলার এ ফোনে রয়েছে, ২.৭ গিগাহার্টজ ৮০৫ স্ন্যাপড্রাহন প্রসেসর ও ৩ জিবি র্যাম। এটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভার্সন।
এ ফোনটি মূলত ক্যামেরার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এতে রয়েছে ফ্ল্যাশ সহ ২১ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটির ডিসপ্লে ৫.২ ইঞ্চি। উন্নতমানের এ ডিসপ্লেতে সহজে দাগ পড়বে না। মটো টারবোর ইন্টারনাল মেমোরী ৬৪ জিবি। এটির ব্যাটারীও অনেক শক্তিশালী। এতে সংযুক্ত করা হয়েছে ৩৯০০ এমএএইচ ব্যাটারী।
(ঢাকাটাইমস/১৭ মার্চ/এসইউএল)