২৪ এপ্রিল বাজারে আসছে অ্যাপল ওয়াচ
ঢাকাটাইমস ডেস্ক
১১ মার্চ, ২০১৫ ০০:০১:১৫

ঢাকা : বহুল প্রতিক্ষীত অ্যাপল ওয়াচ বিক্রি শুরু হবে ২৪ এপ্রিল থেকে। কেসিং নির্মাণে ব্যবহৃত উপাদান ও স্ট্র্যাপভেদে অ্যাপল ওয়াচের দাম হবে ৩৪৯ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১৭ হাজার ডলার পর্যন্ত।
৯ মার্চ যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল অ্যাপল। ওই সম্মেলনে অ্যাপল ওয়াচের দাম, ব্যাটারির স্থায়ীত্ব, বাজারজাতকরণের সময়ের মতো অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বিবিসি জানিয়েছে, অ্যাপল ওয়েবসাইটে অ্যাপল ওয়াচের মোট ৩৮টি মডেল রয়েছে। মডেলভেদে কেসিংয়ের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল ও গোল্ড। ভেতরের হার্ডওয়্যার আর ফিচারের কোনো পার্থক্য না থাকলেও কেসিংয়ের উপাদানের ভিত্তিতেই দাম নির্ধারণ করা হয়েছে ডিভাইসগুলোর।
তুলনামূলক কম দামের মডেলগুলোর মধ্যে ৩৮ মিলিমিটার আকৃতির মডেলটির থেকে দাম ৫০ ডলার বেশি হবে ৪২ মিলিমিটারের মডেলটির।
কিন্তু অ্যালুমিনিয়ামভিত্তিক মডেলগুলোর সঙ্গে স্টেইনলেস স্টিলের মডেলগুলোর দামের মধ্যে ৭০০-৮০০ ডলারের পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছেন বাজার বিশ্লেষকদের অনেকেই।
স্পেসিফিকেশন ও ফিচারে কোনো পার্থক্য না থাকলেও কেসিংয়ের উপাদানের ভিত্তিতে দামের এই ‘আকাশ-পাতাল’ পার্থক্য কতোটা যৌক্তিক সেই প্রশ্ন তুলেছেন গবেষণা প্রতিষ্ঠান জুনিপার রিসার্চের গবেষক জেমস মোর।
উত্তর মিলেছে স্মার্টওয়াচটির ব্যাটারি লাইফ নিয়েও। একবারের চার্জে ১৮ ঘন্টা ব্যবহার করা যাবে ডিভাইসটি। ব্যাটারি পুরোপুরি চার্জ হতে সময় নেবে আড়াই ঘন্টা।
‘পাওয়ার রিজার্ভ’ ফিচার চালু রাখলে বাড়তি সব ফিচার বন্ধ রেখে সাধারণ ঘড়ির মতো কেবল সময় দেখাবে অ্যাপল ওয়াচ। এভাবে সর্বোচ্চ ৭২ ঘন্টা চলবে ডিভাইসটি।
অ্যাপল ওয়াচের জন্য ইতোমধ্যেই হাজারো অ্যাপ তৈরি আছে বলে দাবি করেছে নির্মাতা অ্যাপল। বিবিসির তথ্য মোতাবেক, সামাজিক মাধ্যম ‘ফেইসবুক’ ও ‘ইন্সটাগ্রাম’, পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান ‘উবার’ এবং চীনা মেসেজিং অ্যাপ ‘উইচ্যাট’ স্মার্টওয়াচটির জন্য অ্যাপ নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাপল জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে তাদের স্মার্টওয়াচ বিক্রি শুরু হবে। আগ্রহীরা চাইলে ১০ এপ্রিল থেকেই প্রি-অর্ডার করতে পারবেন। প্রথমে শুধু যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া এবং কানাডার বাজারে স্মার্টওয়াচটি ছাড়া হবে।
(ঢাকাটাইমস/১১মার্চ/এমএটি)