logo ২৯ এপ্রিল ২০২৫
এসেছে আইওএস ৮.২ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ
ঢাকাটাইমস ডেস্ক
১০ মার্চ, ২০১৫ ২৩:১২:১৪
image


ঢাকা : আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ৮.২ নিয়ে এসেছে অ্যাপল। সোমবার থেকেই অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে আইওএস ৮.২ আপডেট।



প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশাবল এক প্রতিবেদনে জানিয়েছে, ‘অ্যাপল ওয়াচ’ এর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আইওএস ৮.২ এ আছে বিশেষ ‘অ্যাপল ওয়াচ অ্যাপ’। অ্যাপটির সাহায্যে আইফোন এবং অ্যাপল ওয়াচ সিঙ্ক করতে পারবেন ব্যবহারকারীরা।



অ্যাপলের বিবৃতি অনুযায়ী, খুঁটিনাটি অনেক কিছুই আপডেট করা হয়েছে আইওএসের নতুন সংস্করণে। সমাধান করা হয়েছে বিভিন্ন ‘বাগ’ সমস্যার। আর কাজ চলছে আইওএস ৮.৩ নিয়েও।


আপডেটটি ডাউনলোড করতে যেতে হবে অ্যাপল ডিভাইসের সেটিংসে। জেনারেল অপশন থেকে যেতে হবে সফটওয়্যার আপডেট অপশনে।


(ঢাকাটাইমস/১০মার্চ/এমএটি)