আন্তর্জাতিক সুবিধা পাবেন গ্রামীণফোন গ্রাহকরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ মার্চ, ২০১৫ ১৭:৫৯:০৭
ঢাকা: দেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের গ্রাহকরা এখন থেকে বেশ কিছু আন্তর্জাতিক সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রামীণফোন সম্প্রতি মালয়েশীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ডিজি এবং ট্রাভেল বুকিং ওয়েবসাইট আগোডা ডটকমের সঙ্গে দুটি পৃথক চুক্তি স্বাক্ষর করেছে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বক্সকে এবং ডিজির চিফ মার্কেটিং অফিসার ক্রিশ্চিয়ান থ্রানে এই চুক্তি স্বাক্ষর করেন।
বাংলাদেশের কোনো টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এই প্রথমবারের মতো গ্রাহকদের জন্য এ রকম কোনো অফার নিয়ে এসেছে।
ডিজি টেলিকমিউনিকেশনসের সঙ্গে চুক্তির আওতায় গ্রামীণফোনের আন্তর্জাতিক রোমিং সেবা ব্যবহারকারী গ্রাহকরা মালয়েশিয়ায় থাকাকালীন ডিজির মার্চেন্ট রিওয়ার্ড অফারগুলো উপভোগ করতে পারবেন। এই সুবিধাগুলো গ্রহণ করতে ইচ্ছুক গ্রাহকদের অফারগুলো উপভোগের জন্য মার্চেন্ট আউটলেটগুলোতে ডিজি নেটওয়ার্ক সংবলিত মোবাইল স্ক্রিন দেখাতে হবে।
মালয়েশিয়ায় অবস্থিত নামকরা রেস্টুরেন্ট, ক্যাফে, বইয়ের দোকান, সাজসজ্জা সামগ্রী ও দোকান, থিম পার্ক, ফ্যাশন স্টোর প্রভৃতি এই অফারের আওতায় রয়েছে।
(ঢাকাটাইমস/১৬মার্চ/জেবি)