টেবিল ও ল্যাম্পে চার্জ হবে মোবাইলফোন!
ঢাকাটাইমস ডেস্ক
২০ মার্চ, ২০১৫ ১৪:২১:৩৩
ঢাকা: মোবাইলফোন চার্জ করতে সক্ষম বিশেষ ধরনের টেবিল ও ল্যাম্প তৈরি করেছে সুইডেনের আসবাবপত্র নির্মাতা আইকিয়া (আইকেইএ)। এ জন্য টেবিল ও ল্যাম্পের উপরিভাগে যুক্ত করা হয়েছে কিউআই ওয়্যারলেস প্রযুক্তিনির্ভর মোবাইল ফোন চার্জ স্টেশন। স্টেশনটির ওপরে মোবাইলফোন রাখলেই কোনো তারের সংযোগ ছাড়াই চার্জ হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শুধু কিউআই ওয়্যারলেস প্রযুক্তি সমর্থিত মোবাইলফোনে এ সুবিধা মিলবে। ইতিমধ্যে নিজেদের তৈরি আসবাব প্রদর্শনও করেছে আইকিয়া। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শুরুতেই যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে এগুলো পাওয়া যাবে।
(ঢাকাটাইমস/২০মার্চ/জেবি)