থানা পর্যায়ে থ্রিজি দেবে টেলিটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ মার্চ, ২০১৫ ০০:০৭:২১
ঢাকা: ২০১৬ সালের মধ্যে থানা পর্যায়ে থ্রিজি সেবা পৌঁছে দেবে সরকারি মোবাইল কোম্পানি টেলিটক।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন এ কথা জানিয়েছেন।
পরিচালক জানান, বর্তমানে সারাদেশে এক হাজার ৫৬২টি থ্রিজি টাওয়ারের মধ্য দিয়ে সেবা দিচ্ছে টেলিটক। ফোরজি আসার আগেই সব এলাকায় এই সুবিধা পৌঁছে দিতে চায় সরকারি এই মোবাইল অপারেটর।
এছাড়া ফোরজির লাইসেন্সও নেবে টেলিটক। টেলিটকের থ্রিজি সেবা তৃণমূলে পৌঁছে দেয়ার পাশাপাশি, গ্রাহক সেবার মান বাড়ানো হবে বলেও জানান পরিচালক
(ঢাকাটাইমস/১৮মার্চ/জেবি)