রবির রিচার্জেই মিলবে কোমল পানীয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ মার্চ, ২০১৫ ০০:০৩:৫৫

ঢাকা: রবি ও ট্রান্সকম বেভারেজ লিমিটেড (টিবিএল) একটি কো-ব্রান্ডেড রিচার্জ ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনটির আওতায় ১৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড কিনে ৬০ টাকা মূল্যমানের একটি পেপসি, সেভেন আপ কিংবা মিরিন্ডা পাবেন গ্রাহকরা।
এ উপলক্ষে রবি করপোরেট অফিসে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ ও ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর খুরশিদ ইরফান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
টিবিএল’র পানীয় বিক্রি হয় এমন যেকোনো দোকানে ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডটি জমা দিলেই রবি গ্রাহক পেয়ে যাবেন তার কাঙ্ক্ষিত পানীয়। ক্যাম্পেইন চলাকালে যত ইচ্ছা ১৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড রিচার্জ করে অফারটি উপভোগ করা যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, ভাইস প্রেসিডেন্ট মনহারা বিজয়ভিকরমা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মেহেদী হাসান এবং ট্রান্সকম বেভারেজের হেড অব সেলস আসরার আলম, হেড অব মার্কেটিং আরিফ হোসেন ও সেলস অপারেটিং ম্যানেজার আনিসুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৫মার্চ/জেবি)