logo ২৮ এপ্রিল ২০২৫
বাংলালিংকের ২৬-এর উৎসব
ঢাকাটাইমস ডেস্ক
২৭ মার্চ, ২০১৫ ১১:৩৪:২২
image


ঢাকা: দেশের ২য় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক দেশজুড়ে তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে অ্যাডভান্সড ইন্টিলিজেন্ট নেটওয়ার্কে ২৬-এর উৎসব। যার মাধ্যমে গ্রাহকগণ বিনামূল্যে পাচ্ছেন ২৬ এমবি ফেসবুক, ২৬ এমবি ভাইবার, ২৬ এমবি ইন্টারনেট, ২৬টি এমএমএস এবং ২৬টি এসএমএস।

অফারটি পেতে একজন বাংলালিংক গ্রাহককে জঊএ লিখে ২৫০০ নাম্বারে এসএমএস (ফ্রি) করতে হবে। প্রিপেইড এবং কল এন্ড কন্ট্রোল গ্রাহকগণ এসএমএস পাঠানোর ৭২ ঘণ্টার মধ্যে বোনাস পাবেন, যার মেয়াদ ৩ দিন। অবশিষ্ট বোনাসের পরিমান জানতে গ্রাহককে *১২৪*২৬# ডায়াল করতে হবে। এসএমএস ও এমএমএস বাংলালিংক থেকে বাংলালিংক নাম্বারে পাঠানো যাবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন গ্রাহক একবারই এই অফার উপভোগ করতে পারবেন।

ভাইবার ব্যবহার ভাইবার অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে। ফেসবুক ব্যবহার ডিফল্ট ব্রাউজার দিয়ে হতে হবে, প্রক্সি ব্রাউজারের মাধ্যমে নয়। এছাড়াও বিনামূল্যে ফেসবুক ব্যবহার করতে গ্রাহক ফেসবুক অ্যাপ্লিকেশন ও ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এই অফারটির সময়কাল হচ্ছে ২১ মার্চ-৩১ মাচ পর্যন্ত।

উপরোক্ত সব চার্জ ভ্যাট সাপেক্ষে প্রযোজ্য।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এমএন)