logo ২৮ এপ্রিল ২০২৫
জিয়াওমির কম দামের স্মার্টফোন
ঢাকাটাইমস ডেস্ক
৩১ মার্চ, ২০১৫ ১৮:১৫:৫৪
image


ঢাকা: চীনা স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান কম দামে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন রেডমি ২এ। এটি দেখতে অনেকটা জিয়াওমির সম্প্রতি তৈরি স্মার্টফোন রেডমি-২’র মত। চীনের বাজারে এটির দাম পড়বে ৫৯৯ ইউয়ান। সেই হিসেবে বাংলাদেশের বাজারে এটির দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা।

অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট দ্বারা চালিত রেডমি ২এ স্মার্টফোনে রয়েছে, ৪.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে এলইডি ফ্ল্যাশ সহ ১৩ এমপি রেয়ার ক্যামেরা, ২ এমপি ফ্রন্ট ক্যামেরা, ১ জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ২২০০ এমএএইচ ব্যাটারী ও ৪জি ব্যবহারের সুবিধা সহ নানা ধরনের সুযোগ সুবিধা।

জিয়াওমি তার এমআই টিভি-২ এর ৫৫ ইঞ্চি ভার্সন স্মার্ট টেলিভিশন ও এমআই নোট স্মার্টফোনের গোলাপী রঙয়ের ভার্সনও চালু করেছে।

(ঢাকাটাইমস/৩১ মার্চ/এসইউএল)