ঢাকা: দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় ইলেক্ট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলজি আগামী ২৮ এপ্রিল চালু করবে তাদের ফ্লাগশিপ ফোন এলজি জি-৪। তারা ২৮ ও ২৯ এপ্রিল নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, সিউল, সিঙ্গাপুর ও ইস্তাম্ববুলে অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানা গেছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিএনইটি ডটকম সূত্রে জানা গেছে, সম্প্রতি বলা হয়েছিল এপ্রিলের শেষের দিকে জি-৪ চালু করা হবে। এতে সুন্দর একটি ডিজাইন আনা হয়েছে। এতে বাঁকা ডিসপ্লে থাকবে।
নতুন এ স্মার্টফোন কোয়ালকম ¯œাপড্রাগন ৮১০ প্রসেসর দ্বারা চালিত। এছাড়া এতে ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা থাকবে। মূলত ক্যামেরার দিক গুরুত্ব দিয়েই এ ফোন তৈরি করেছে কর্তৃপক্ষ। নতুন মডেলের এ ফোন কেনার জন্যে অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন স্মার্টফোনপ্রেমীরাও।
(ঢাকাটাইমস/৩১ মার্চ/এসইউএল)