logo ২৮ এপ্রিল ২০২৫
গ্রাহক হারাচ্ছে এয়ারটেল ও সিটিসেল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ এপ্রিল, ২০১৫ ০০:০৯:২১
image

ঢাকা: গ্রাহক হারাচ্ছে মোবাইলফোন অপারেটর এয়ারটেল ও সিটিসেল। গত এক বছরে এয়ারটেলের চার লাখ ১৮ হাজার ও সিটিসেলের এক লাখ ৩৫ হাজার গ্রাহক কমেছে। এছাড়া গত এক বছরে মোবাইলফোন গ্রাহক সংখ্যা বেড়েছে ৬৬ লাখ ৭৫ হাজার। ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৭২ লাখ ৯০ হাজার ৪০৮ জন।


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মঙ্গলবার গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহকদের পরিসংখ্যান প্রকাশ করেছে।


বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, গত ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোবাইলফোন গ্রাহক সংখ্যা ১২ কোটি ২৬ লাখ ৫৭ হাজার। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১১ কোটি ৫৯ লাখ ৮২ হাজার।


অপারেটরদের মধ্যে গত এক বছরে সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে গ্রামীণফোনের (জিপি)। জিপির গ্রাহক বেড়েছে ৩৩ লাখ ৮৬ হাজার। বাংলালিংকের গ্রাহক বেড়েছে ২৪ লাখ ৬৪ হাজার, রবির ছয় লাখ ৬৯ হাজার। রাষ্ট্রীয় মোবাইলফোন কোম্পানি টেলিটকের গ্রাহক বেড়েছে সাত লাখ ১০ হাজার।


গত বছরের ফেব্রুয়ারি মাসে এয়ারটেলের গ্রাহক সংখ্যা ছিল ৮৩ লাখ ৬২ হাজার, চলতি বছর ফেব্রুয়ারি নাগাদ এ সংখ্যা হয় ৭৯ লাখ ৪৪ হাজার। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সিটিসেলের গ্রাহক সংখ্যা ১৩ লাখ ৯৮ হাজার যা চলতি বছর একই সময়ে হয়েছে ১২ লাখ ৬৩ হাজার।


ফেব্রুয়ারিতে জিপির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ১৫ লাখ ৯৯ হাজার, বাংলালিংকের তিন কোটি ১৫ লাখ ১৫ হাজার, রবির দুই কোটি ৬৪ লাখ ১৪ হাজার, এয়ারটেলের ৭৯ লাখ ৪৪ হাজার, সিটিসেলের ১২ লাখ ৬৩ হাজার ও টেলিটকের ৩৯ লাখ ২২ হাজার।


গত ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারনেট গ্রাহক হয়েছেন চার কোটি ৩৪ লাখ ১৯ হাজার। ২০১৪ সালের একই সময়ে গ্রাহক ছিল তিন কোটি ৬১ লাখ ২৮ হাজার ৫৯২ জন।


এক বছরে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে ৭৩ লাখ ৫৫ হাজার ৫১০ জন। মোবাইল ইন্টারনেট গ্রাহক এক বছর আগে তিন কোটি ৪৬ লাখ তিন হাজার ৪৯০ থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখ ৫৯ হাজার।


(ঢাকাটাইমস/১এপ্রিল/জেবি)