logo ২৭ এপ্রিল ২০২৫
লেনোভোর এ৭০০০ স্মার্টফোন চালু
ঢাকাটাইমস ডেস্ক
০৭ এপ্রিল, ২০১৫ ১৭:৫৯:০৮
image


ঢাকা: চীন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেনোভো ভারতের বাজারে চালু করেছে তাদের নতুন স্মার্টফান এ৭০০০। ১৫ এপ্রিল থেকে এটি অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ফ্লিপকার্ট থেকে এটি কেনা যাবে। এটির জন্যে আগে থেকেই ক্রেতারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এটির দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৯৯ রুপি।

এ ফোনের রয়েছে ৫.৫ ইঞ্চি ৭২০পি আইপিএস ডিসপ্লে, ৮ এমপি অটোফোকাস রেয়ার ক্যামেরা, ৫ এমপি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ২ জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ডুয়াল সিম ব্যবহার করার সুযোগ, মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ যা ৩২ জিবি পর্যন্ত সাপোর্ট করবে ও ২৯০০ এমএএইচ ব্যাটারী।

কানেক্টিভিটির দিক থেকে এ ফোনে ব্লটুথ ৪.০, ওয়াইফাই, ক্যাট ৪ ৪জি এলটিই ব্যবহার করা যাবে। এ ফোনের ওজন ১৪০ গ্রাম।

(ঢাকাটাইমস/৭ এপ্রিল/এসইউএল)