logo ২৭ এপ্রিল ২০২৫
ওয়ালটন মোবাইলে এয়ারটেল গ্রাহকদের ছাড়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ এপ্রিল, ২০১৫ ১৬:৩৮:২৩
image

ঢাকা: এয়ারটেল গ্রাহকরা এখন থেকে ওয়ালটন ব্র্যান্ডেড আউটলেট থেকে এবং এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার থেকে ওয়ালটনের নির্দিষ্ট কয়েকটি স্মার্টফোনের উপরে শতকরা ৩ ভাগ হারে ফ্ল্যাটরেটে ডিসকাউন্ট পাবেন।  নির্দিষ্ট হ্যান্ডসেট ক্রয়ের সঙ্গে এয়ারটেল এর ১.৫ জিবি ডাটা বোনাস থাকছে। এছাড়া, ওয়ালটনের স্মার্টজোনে এয়ারটেলের গ্রাহকদেরকে অগ্রাধিকার দেয়া হবে।


টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সোমবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ওয়ালটন মোবাইলের সঙ্গে এ বিষয়ে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করে।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এয়ারটেল বাংলাদেশের বিজনেস সলিউশন হেড জাফরী শামিম, করপোরেট এবং হাই ভ্যালু সার্ভিস এক্সপেরিয়েন্স হেড মোহাম্মদ আজমত উল্লাহ খান, ডেটা-মার্কেটিং হেড আসিফুর রহিম এবং ওয়ালটন মোবাইলের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এসএম রেজোয়ান আলম, ডেপুটি ডিরেক্টর আসিফুর রহমান খান, ফার্স্ট সিনিয়র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর মাহমুদুল হাসান।


(ঢাকাটাইমস/৭এপ্রিল/জেবি)