logo ২৭ এপ্রিল ২০২৫
নতুন স্মার্টফোন স্টেলার ৫২৬এন
ঢাকাটাইমস ডেস্ক
০৭ এপ্রিল, ২০১৫ ১৯:৫৮:৫৬
image


ঢাকা: ভারতে স্টেলার ৫২৬এন নামের নতুন স্মার্টফোন চালু করেছে স্পাইস। এটির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৯৯৯ রুপি। দেশটির গুরুত্বপূর্ণ সব খুচরা বাজারে এ ফোন পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট দ্বারা চালিত।

এ ফোনের রয়েছে, ৫ ইঞ্চি এইচডি আইপিএস অন-সেল ডিসপ্লে, ১ জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স্টেলার ৫২৬এনে ৮ এমপি অটোফোকাস রেয়ার ক্যামেরা, ৩.২ ইঞ্চি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ডুয়াল সিমের (৩জি+৩জি) ব্যবস্থা, ২৫০০ এমএএইচ ব্যাটারী, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই ও জিপিএস কানেক্টিভিটি অপশন। এ ফোনের গায়ের রঙ হবে দুই ধরনের। একটি হলো সাদা ও অপরটি হলো নীল।

(ঢাকাটাইমস/৭ এপ্রিল/এসইউএল)