logo ২৭ এপ্রিল ২০২৫
ইনটেক্সের নতুন স্মার্টফোন অ্যাকুয়া ড্রিম
ঢাকাটাইমস ডেস্ক
০৭ এপ্রিল, ২০১৫ ২০:২২:০৭
image


ঢাকা: ভারতীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স ‘অ্যাকুয়া ড্রিম’ নামের নতুন স্মার্টফোন চালু করেছে। তবে কবে নাগাদ এটি ক্রেতাদের জন্যে মুক্ত করে দেয়া হবে সে বিষয়ে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি। এটির দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৩৯০ টাকা। এটি জিয়াওমি রিদমি নোট ৪জি, লেনোভো এ৭০০০, মটো জি (প্রথম প্রজন্ম), মাইক্রোসফট লুমিয়া ৬৪০ ও মাইক্রোম্যাক্স ইউ ইউরেকার সাথে প্রতিযোগিতা করবে।

অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪ দ্বারা চালিত এ ফোনের রয়েছে ৫.৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে, ১ জিবি র‌্যাম ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এতে আরও রয়েছে, এলইডি ফ্ল্যাশ সহ ১৩ এমপি প্রাইমারি ক্যামেরা ও ৫ এমপি সেকেন্ডারি ক্যামেরা, ২৩০০ এমএএইচ ব্যাটারী, ৩জি, ওয়াইফাই ও ব্লুটুথ ব্যবহারের সুবিধা।

(ঢাকাটাইমস/৭ এপ্রিল/এসইউএল)