জাতীয় মোবাইল অ্যাপ পুরস্কার দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ এপ্রিল, ২০১৫ ১৬:৪১:৫২
ঢাকা: দেশের মোবাইল অ্যাপ শিল্পের উন্নয়নে সেরা অ্যাপ নির্মাতাদের 'জাতীয় মোবাইল অ্যাপ পুরস্কার' দেবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। ১৮ এপ্রিল রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হবে।
আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং ও ভ্রমণ, সরকার ও জনসাধারণের অংশীদারি, শিক্ষা, প্রশিক্ষণ, লাইফস্টাইল ও বিনোদন, পর্যটন ও সংস্কৃতি, মিডিয়া ও সংবাদ, পরিবেশ ও স্বাস্থ্য, অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নবিষয়ক সেরা ১৬ অ্যাপ নির্মাতাকে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। শুধু তা-ই নয়, বিজয়ী অ্যাপ নির্মাতাদের অ্যাপগুলোর ব্যবহার বৃদ্ধিতেও সহায়তা করবে সরকার। পুরস্কার বিতরণের পাশাপাশি একই দিনে হবে মোবাইল অ্যাপ এবং গেইম নির্মাতাদের মহাসম্মেলন। প্রায় এক হাজার নির্মাতা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। www.nationalappsbd.com/awardregistration ঠিকানায় নিবন্ধন করে এতে অংশ নেওয়া যাবে।
(ঢাকাটাইমস/৬এপ্রিল/জেবি)